সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী প্রবেশে বাধা দেওয়ার হুশিয়ারি
- সর্বশেষ আপডেট ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 216
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দীনকে নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে প্রার্থী হিসেবে চাওয়ার দাবিতে বিএনপির একটি অংশ লাগাতার বিক্ষোভ করছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে তারালী ও চম্পাফুল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনকে তারালী ও চম্পাফুল ইউনিয়নে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুশিয়ারিও দিয়েছেন তারা।
গেল ৩ নভেম্বর দলটির মহাসচিব প্রার্থী ঘোষণার পর থেকেই কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের একাংশ আন্দোলন চালাচ্ছেন। তারা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

































