সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা
- সর্বশেষ আপডেট ০৭:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 142
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আসনটিতে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের সমর্থকরা মনোনয়ন দাবিতে বিক্ষোভে নেমেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলায় মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন তার সমর্থকদের নিয়ে কালিগঞ্জ সরকারি কলেজ মোড় থেকে আনন্দ মিছিল বের করেন, যা ফুলতলা মোড়ের দিকে যাত্রা করে। অপরদিকে, ডা. শহিদুল আলমের সমর্থকরা উপজেলা বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করে একই স্থানে বিক্ষোভে যোগ দেন।
উভয়পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে আনন্দ মিছিলটি আর সামনে এগোয়নি।
মনোনয়ন বঞ্চিত প্রার্থী ডা. শহিদুল আলমের কর্মী সমর্থকরা জানিয়েছেন, তাকে মনোনয়ন না দিলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের সমর্থকরা মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এদিকে, আশাশুনি উপজেলাতেও কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
































