শিরোনাম
সাতক্ষীরা ৩ আসনে এবার নারী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ০৮:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 58
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিবাদ চলছেই। দলের মনোনয়ন পাওয়া সাবেক এমপি কাজী আলাউদ্দীনের পরিবর্তে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ করছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) কালিগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফুলতলা মোড়ে শেষ হয়। সমাবেশে নারীরা দাবি করেন, গরীবের বন্ধু ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে, না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা আগামীকাল কালিগঞ্জ সদরে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।



































