সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
- সর্বশেষ আপডেট ১১:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 149
সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা এক মাসের অভিযানে এসব মালামাল আটক করা হয় বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৪ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ২১৮ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
আটক মালামালের মধ্যে রয়েছে একটি ট্রাক, ভারতীয় ডিজিটাল এক্সরে ইমেজিং প্লেট, আগরবাতি, মোটরসাইকেল, সাইকেল, ঔষধ, কম্বল, শাড়ি, থ্রি-পিস, বোরকা, পাতার বিড়ি, চা পাতা, ফাইটার মোরগ, চকলেট বাজি, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের দুধ, প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য, ইমিটেশন জিনিসপত্র, তৈরি পোশাক ও ভারতীয় মোবাইল ফোনসহ নানা পণ্য।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
































