ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 133

সাতক্ষীরা সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ লাখ টাকার ভারতীয় মালামাল, গাঁজা ও মাদক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১ জন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনে তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক স্থানে অভিযান পরিচালিত হয়।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির টহল দল সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী মোড় এলাকা থেকে ৮ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়ার কুটিবাড়ি এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা ও ৫০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ ১ জন চোরাকারবারীকে আটক করে।

সীমান্তবর্তী ভাদিয়ালী, শিশুতলা, মোল্লাপাড়া, রাজপুর, তেতুলবাড়ি, ছয়ঘরিয়া ও অন্যান্য স্থান থেকে আনুমানিক ২২ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে আনা হচ্ছিল এবং শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশের রাজস্বের ক্ষতি এবং স্থানীয় শিল্পেরও প্রভাব পড়ছে।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, “দেশের রাজস্ব রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরা সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সর্বশেষ আপডেট ০৭:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ লাখ টাকার ভারতীয় মালামাল, গাঁজা ও মাদক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১ জন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনে তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক স্থানে অভিযান পরিচালিত হয়।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির টহল দল সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী মোড় এলাকা থেকে ৮ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়ার কুটিবাড়ি এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা ও ৫০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ ১ জন চোরাকারবারীকে আটক করে।

সীমান্তবর্তী ভাদিয়ালী, শিশুতলা, মোল্লাপাড়া, রাজপুর, তেতুলবাড়ি, ছয়ঘরিয়া ও অন্যান্য স্থান থেকে আনুমানিক ২২ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে আনা হচ্ছিল এবং শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশের রাজস্বের ক্ষতি এবং স্থানীয় শিল্পেরও প্রভাব পড়ছে।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, “দেশের রাজস্ব রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”