শিরোনাম
সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 170
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে নারী শিশুসহ ১৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে এসব বাংলাদেশীদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি।
তারা সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।
সাতক্ষীরা থানা পুলিশ জানিয়েছে, ভারতের হাকিমপুর চেকপোষ্টে এসব বাংলাদেশী নাগরিকদের আটক করা হয়। সন্ধ্যার পর বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
































