ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ১১:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 175

সাতক্ষীরা সীমান্তে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী একাধিক বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ৯টি বিওপির যৌথ অভিযানে এসব মালামাল আটক করা হয়। অভিযান পরিচালিত হয় পদ্মশাখরা, ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ ও শাড়ি।

সবচেয়ে বড় চালানটি আটক করা হয় কাকডাঙ্গা বিওপির পৃথক চারটি আভিযানিক দলে। তারা কলারোয়া থানাধীন কেরাগাছি ও গেরাখালি এলাকা থেকে ৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ওষুধ ও শাড়ি জব্দ করে।

এছাড়া ভোমরা ও পদ্মশাখরা সীমান্ত থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং কুশখালী, তলুইগাছা ও ঘোনা সীমান্ত থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকার শাড়ি উদ্ধার করা হয়।

সবমিলিয়ে ১১ লাখ ৩ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করে বিজিবি। উদ্ধারকৃত সব পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে এসব মাদকদ্রব্য সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেছেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরা সীমান্তে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

সর্বশেষ আপডেট ১১:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী একাধিক বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ৯টি বিওপির যৌথ অভিযানে এসব মালামাল আটক করা হয়। অভিযান পরিচালিত হয় পদ্মশাখরা, ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ ও শাড়ি।

সবচেয়ে বড় চালানটি আটক করা হয় কাকডাঙ্গা বিওপির পৃথক চারটি আভিযানিক দলে। তারা কলারোয়া থানাধীন কেরাগাছি ও গেরাখালি এলাকা থেকে ৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ওষুধ ও শাড়ি জব্দ করে।

এছাড়া ভোমরা ও পদ্মশাখরা সীমান্ত থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং কুশখালী, তলুইগাছা ও ঘোনা সীমান্ত থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকার শাড়ি উদ্ধার করা হয়।

সবমিলিয়ে ১১ লাখ ৩ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করে বিজিবি। উদ্ধারকৃত সব পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে এসব মাদকদ্রব্য সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেছেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।