ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ১০:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 127

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ট্রাক আটক

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ট্রাকসহ আসামিদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদকদ্রব্য, মোবাইল ফোন ও ট্রাক জব্দ করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। ভারত থেকে আগত একটি ট্রাক (নম্বর: WB 29A3319) ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে তল্লাশি করে ৩ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক আমোদ আলী গাজী (২৮) এবং সহকারী চালক মোহিনুর মোল্লা (৪৫) কে আটক করা হয়। তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত ট্রাক, মাদকদ্রব্য ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত মালামাল সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ট্রাক আটক

সর্বশেষ আপডেট ১০:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ট্রাকসহ আসামিদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদকদ্রব্য, মোবাইল ফোন ও ট্রাক জব্দ করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। ভারত থেকে আগত একটি ট্রাক (নম্বর: WB 29A3319) ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে তল্লাশি করে ৩ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক আমোদ আলী গাজী (২৮) এবং সহকারী চালক মোহিনুর মোল্লা (৪৫) কে আটক করা হয়। তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত ট্রাক, মাদকদ্রব্য ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত মালামাল সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।