ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৬:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 124

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার (১৮ আগস্ট) ভোর থেকে দিনব্যাপী কাকডাঙ্গা, বৈকারী, হিজলদী, বাকাল চেকপোস্ট, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, সুলতানপুর ও তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এর মধ্যে কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ লাখ ৫৫ হাজার টাকার, ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকার, বৈকারী থেকে ৩৫ হাজার টাকার, হিজলদী থেকে ৭০ হাজার টাকার, বাকাল চেকপোস্ট থেকে ৭০ হাজার টাকার, মাদরা থেকে ২ লাখ ১০ হাজার টাকার, গাজীপুর থেকে ৭০ হাজার টাকার, সুলতানপুর থেকে ১ লাখ ৪০ হাজার টাকার এবং তলুইগাছা সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়িয়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা। বিজিবির দাবি, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারানোর আশঙ্কা ছিল।

অভিযান শেষে জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মো. আশরাফুল হক বলেন, “চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের স্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এ অভিযানে সন্তোষ প্রকাশ করে চোরাচালান দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ

সর্বশেষ আপডেট ০৬:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার (১৮ আগস্ট) ভোর থেকে দিনব্যাপী কাকডাঙ্গা, বৈকারী, হিজলদী, বাকাল চেকপোস্ট, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, সুলতানপুর ও তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এর মধ্যে কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ লাখ ৫৫ হাজার টাকার, ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকার, বৈকারী থেকে ৩৫ হাজার টাকার, হিজলদী থেকে ৭০ হাজার টাকার, বাকাল চেকপোস্ট থেকে ৭০ হাজার টাকার, মাদরা থেকে ২ লাখ ১০ হাজার টাকার, গাজীপুর থেকে ৭০ হাজার টাকার, সুলতানপুর থেকে ১ লাখ ৪০ হাজার টাকার এবং তলুইগাছা সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়িয়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা। বিজিবির দাবি, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারানোর আশঙ্কা ছিল।

অভিযান শেষে জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মো. আশরাফুল হক বলেন, “চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের স্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এ অভিযানে সন্তোষ প্রকাশ করে চোরাচালান দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।