নারী নিপীড়নের প্রতিবাদে
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- সর্বশেষ আপডেট ০৭:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 124
নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের মতো ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাসুদুল আলোম, সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, সহসভাপতি আকবার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনআরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতাফাতাহ ইভান, মাহাবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতারা এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
































