সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ
- সর্বশেষ আপডেট ০৬:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 138
সাতক্ষীরা শহরে নতুন সামাজিক সংগঠন নিউ মার্কেট ক্লাব আত্মপ্রকাশ করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড় চত্বরে পৌঁছে ফেস্টুন ও কবুতর উড়িয়ে শেষ হয়। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল “সততা, নিষ্ঠা, ঐক্য ও শক্তি”।
এরপর আল বারাকা কনভেনশন সেন্টারে ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ এবং জুলাই যোদ্ধা ইমরান হোসেন।
ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহ সভাপতি আব্দুল মমিন ও আকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান ও হোসেন আলী স্বাগত বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মানবজমিনের রিপোর্টার বিপ্লব হোসেন।
বক্তারা আশা প্রকাশ করেন, তরুণদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটি সাতক্ষীরার মানুষের কল্যাণে কাজ করবে। আত্মপ্রকাশের অনুষ্ঠানে মোড়ক উন্মোচন এবং দোয়ার মধ্য দিয়ে সমাপনী করা হয়।

































