শিরোনাম
সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ১২:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 95
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, আর দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ছিল দুটি মিষ্টির দোকান এবং বাকি চায়ের দোকান। দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার ও চুলার উপরে কাঠ রাখা ছিল। প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।
তালা থানার ওসি মাঈনুদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।































