ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ৫০ হাজার মানুষ বস্তিতে, সংকট সমাধানে নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 151

সাতক্ষীরায় ৫০ হাজার মানুষ বস্তিতে, সংকট সমাধানে নাগরিক সংলাপ

সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের আবাসন সংকট সমাধানে করণীয় বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সংলাপের আয়োজন করে।

সংলাপে জানানো হয়, সাতক্ষীরা পৌরসভায় তালিকাভুক্ত বস্তি রয়েছে ৪৭টি। পৌরসভার মোট জনসংখ্যা প্রায় দুই লাখ হলেও এর মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ বস্তি বা অস্থায়ী ঝুপড়িতে বসবাস করছে। অর্থাৎ প্রতি চারজনের একজনই বস্তিবাসী, যাদের অধিকাংশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত। অথচ নগর উন্নয়ন পরিকল্পনায় এই জনগোষ্ঠীকে প্রায়ই বিবেচনায় নেওয়া হয় না।

সংলাপে বক্তারা বস্তিবাসীর জন্য নিরাপদ ও দুর্যোগ-সহনশীল আবাসন নিশ্চিত করা, পানি, বিদ্যুৎ, জ্বালানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভর্তুকি দেওয়া, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং সারা বছর ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ সৃষ্টির সুপারিশ করেন।

সংলাপে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী অধ্যক্ষ (অব.) আশেক এ এলাহী। বক্তব্য রাখেন নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎসা দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, নাগরিক নেতা আলী নুর খান বাবুল প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় ৫০ হাজার মানুষ বস্তিতে, সংকট সমাধানে নাগরিক সংলাপ

সর্বশেষ আপডেট ০২:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের আবাসন সংকট সমাধানে করণীয় বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সংলাপের আয়োজন করে।

সংলাপে জানানো হয়, সাতক্ষীরা পৌরসভায় তালিকাভুক্ত বস্তি রয়েছে ৪৭টি। পৌরসভার মোট জনসংখ্যা প্রায় দুই লাখ হলেও এর মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ বস্তি বা অস্থায়ী ঝুপড়িতে বসবাস করছে। অর্থাৎ প্রতি চারজনের একজনই বস্তিবাসী, যাদের অধিকাংশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত। অথচ নগর উন্নয়ন পরিকল্পনায় এই জনগোষ্ঠীকে প্রায়ই বিবেচনায় নেওয়া হয় না।

সংলাপে বক্তারা বস্তিবাসীর জন্য নিরাপদ ও দুর্যোগ-সহনশীল আবাসন নিশ্চিত করা, পানি, বিদ্যুৎ, জ্বালানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভর্তুকি দেওয়া, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং সারা বছর ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ সৃষ্টির সুপারিশ করেন।

সংলাপে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী অধ্যক্ষ (অব.) আশেক এ এলাহী। বক্তব্য রাখেন নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎসা দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, নাগরিক নেতা আলী নুর খান বাবুল প্রমুখ।