সাতক্ষীরায় ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার
- সর্বশেষ আপডেট ১২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 131
সাতক্ষীরার সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার মাদরা বিওপির অধীন তেতুলতলা এলাকায় এ অভিযান চালায় ৩৩ বিজিবি। বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় ডলার নিয়ে আসা হলে টহল দল তাদের ধাওয়া দেয়। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতর থেকে ১০০ ডলারের তিনটি বান্ডিল, মোট ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ডলার আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবির দাবি, সীমান্ত এলাকায় প্রায়ই বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন চোরাচালানি পণ্য পাচারের চেষ্টা হয়। তবে নিয়মিত টহল ও নজরদারির কারণে একের পর এক এসব পাচারের ঘটনা ব্যর্থ হচ্ছে।


































