শিরোনাম
সাতক্ষীরায় ১.২০ কোটি টাকার ভারতীয় ঔষধ জব্দ
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ১১:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 137
সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালী শ্যামনগর উপজেলার মীরগ্যাং ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, “দেশের স্বার্থে চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
































