সাতক্ষীরায় সেনা অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক
- সর্বশেষ আপডেট ১০:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 106
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুকরালী গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা সেনা ক্যাম্প।
আটকরা হলেন, গড়েরকান্দা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আঞ্জুয়ারা বেগম, ছেলে আসিফ গাজৗ ও মাদক বিক্রেতা আব্দুর রহিম।
অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা, ৮টি মোবাইল ফোন, ডেঞ্জার গ্যাং লোগো সম্বলিত ব্যাট, চাপাতি-দা, ২ রোল ফয়েল পেপার এবং মাদক সেবনের সরঞ্জামসহ নগদ ইয়াবা বিক্রির ১ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সেনা ক্যাম্প জানিয়েছে, গোপন সংবাদে অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে আজ্ঞুয়ারা বেগম বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযানকালে তার বাড়ি থেকে চাপাতি, ইয়াবা, মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকাসহ বিভিন্ন সারজ্ঞাম উদ্ধার করা হয়েছে। আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হবে।


































