ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সিভিল সার্জনকে অপসারণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 116

সাতক্ষীরায় সিভিল সার্জনকে অপসারণের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দু সালামের অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে “সাতক্ষীরা জেলাবাসী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী, শ্রমজীবী মানুষ ও ভুক্তভোগী রোগীরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন ডা. আব্দু সালাম দায়িত্বে থেকেও অনৈতিক ও অপেশাদার আচরণ করছেন। তারা বলেন, তার বিরুদ্ধে নারী কর্মীদের হয়রানি, মদ্যপ অবস্থায় অফিসে আসা, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

অধ্যাপক ইদ্রিস আলী বলেন, “একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ সাতক্ষীরার স্বাস্থ্য খাতের জন্য কলঙ্কজনক। জনগণের প্রতি দায়িত্ব পালনের পরিবর্তে তিনি আতঙ্কের কারণ হয়ে উঠেছেন।”

আব্দুস সামাদ গাজী বলেন, “অফিসের নারী কর্মীদের ব্যক্তিগত কাজে বাধ্য করা, ভয়ভীতি দেখানো এবং অভিযোগকারীদের বদলির হুমকি দেওয়া—এসব আচরণ একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যায় না।”

নাজমা আক্তার বলেন, “নারী কর্মীদের জন্য কর্মস্থল এখন অনিরাপদ। অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করলেই বদলি বা চাকরি হারানোর ভয় দেখানো হয়।”

অন্য বক্তারা বলেন, ডা. আব্দু সালাম সরকারি হাসপাতালগুলোকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। তারা তার বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল করে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান নেন এবং “দুর্নীতিবাজ সিভিল সার্জনের অপসারণ চাই”, “নারী নির্যাতনকারীর বিচার চাই”, “স্বাস্থ্য প্রশাসন বাঁচাও”—এমন স্লোগানে এলাকাটি মুখর করে তোলেন।

পরে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক আন্দোলনকারীদের দাবির বিষয়ে আশ্বস্ত করলে তারা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় সিভিল সার্জনকে অপসারণের দাবিতে বিক্ষোভ

সর্বশেষ আপডেট ০৪:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দু সালামের অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে “সাতক্ষীরা জেলাবাসী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী, শ্রমজীবী মানুষ ও ভুক্তভোগী রোগীরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন ডা. আব্দু সালাম দায়িত্বে থেকেও অনৈতিক ও অপেশাদার আচরণ করছেন। তারা বলেন, তার বিরুদ্ধে নারী কর্মীদের হয়রানি, মদ্যপ অবস্থায় অফিসে আসা, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

অধ্যাপক ইদ্রিস আলী বলেন, “একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ সাতক্ষীরার স্বাস্থ্য খাতের জন্য কলঙ্কজনক। জনগণের প্রতি দায়িত্ব পালনের পরিবর্তে তিনি আতঙ্কের কারণ হয়ে উঠেছেন।”

আব্দুস সামাদ গাজী বলেন, “অফিসের নারী কর্মীদের ব্যক্তিগত কাজে বাধ্য করা, ভয়ভীতি দেখানো এবং অভিযোগকারীদের বদলির হুমকি দেওয়া—এসব আচরণ একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যায় না।”

নাজমা আক্তার বলেন, “নারী কর্মীদের জন্য কর্মস্থল এখন অনিরাপদ। অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করলেই বদলি বা চাকরি হারানোর ভয় দেখানো হয়।”

অন্য বক্তারা বলেন, ডা. আব্দু সালাম সরকারি হাসপাতালগুলোকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। তারা তার বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল করে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান নেন এবং “দুর্নীতিবাজ সিভিল সার্জনের অপসারণ চাই”, “নারী নির্যাতনকারীর বিচার চাই”, “স্বাস্থ্য প্রশাসন বাঁচাও”—এমন স্লোগানে এলাকাটি মুখর করে তোলেন।

পরে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক আন্দোলনকারীদের দাবির বিষয়ে আশ্বস্ত করলে তারা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।