শিরোনাম
সাতক্ষীরায় শুরু হয়েছে রাগবি ট্রফি
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ০৪:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 241
সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হয়েছে ‘রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫’। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিঞ্চপদ পাল আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছয়টি জেলা দল—সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোর—অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক সাতক্ষীরা জেলা দল এবং গোপালগঞ্জ জেলা দল।
আগামী শনিবার চূড়ান্ত পর্বের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহ-সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাত ও সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান।


































