গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা
সাতক্ষীরায় রাস্তা অবরোধ
- সর্বশেষ আপডেট ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 140
গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, এনসিপি সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়কারী আহসান উল্লাহ্। আরও উপস্থিত ছিলেন মোল্লা ইব্রাহিম, নাঈম বাবু, সাকিব হাসান, সিয়াম, রিফাতসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ, গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা প্রশ্ন রাখেন, “এই সন্ত্রাসীরা এত সাহস পায় কোথা থেকে? প্রশাসন কী করছে?”
আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে সারা দেশে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


































