শিরোনাম
সাতক্ষীরায় ফার্মেসি মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ০৬:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 165
সাতক্ষীরায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছে টাস্কফোর্স। বুধবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার বাদামতলায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক মো. আশরাফুল হক এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক মো. বাশারাফ হোসেন, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।
মেসার্স মাহমুদপুর ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে মালিক মো. আলি হাফিজকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ৪০ (গ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিবি জানিয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































