সাতক্ষীরায় পিকআপের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের
- সর্বশেষ আপডেট ০১:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 162
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সুলতান আলী (৫৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে হেলালের ভাটার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ভ্যানে থাকা এক যাত্রী, যিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে।
নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনির কচুয়া গ্রামের বাসিন্দা উদয় ঢালী (৩৮) সুলতান আলীর চালানো ভ্যানে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে যান। এরপর পিকআপটি চালক সুলতান আলীকে পুনরায় চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহত যাত্রী ও নিহত চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান, নিহত ব্যক্তির পরিচয় প্রথমে নিশ্চিত হওয়া না গেলেও পরে পরিবারের মাধ্যমে জানা যায়, তিনি পুরোহিতপুর গ্রামের বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার এসআই বেলায়েত হোসেন জানান, দুর্ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান শিমুল বলেন, “সাতক্ষীরা-আশাশুনি সড়কের হেলালের ভাটার মোড়সহ বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় এসব এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটবে।”
































