সাতক্ষীরায় নয় প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ঘোষণা ২০
- সর্বশেষ আপডেট ০৫:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 202
সাতক্ষীরার চারটি আসনে ২৯ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে নয় প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটানিং কর্মকর্তা। এসব প্রার্থীদের এক শতাংশ ভোটার তালিকায় ত্রুটি, স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
সকালে স্থগিত করার পর বিকেলে কাগজপত্র যাচাইয়ে সঠিক পাওয়ায় বৈধ ঘোষণা করা হয়েছে সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন। শেখ হাসিনা গাড়ি বহরে হামলা মামলায় ৭০ বছর দণ্ড থেকে খালাসপ্রাপ্ত উচ্চ আদালতের রায় সংক্রান্ত কাগজপত্র নিয়ে তার মনোনয়ন স্থগিত করেছিলেন রিটানিং কর্মকর্তা।
অপরদিকে, বিএনপি মনোনয়ন ঘিরে আন্দোলনে আলোচিত সাতক্ষীরা-৩ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় তার বাতিল করা হয়। এ বিষয়ে বিএনপির এই স্বতন্ত্র প্রার্থী আপীল করবেন বলে জানান।
সাতক্ষীরা-২ ও ৪ আসনে জাতীয় পার্টি রুহুল আমীন গুপের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল। সাতক্ষীরা-৪ আসনে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ, এক শতাংশ ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বাতিলকৃত প্রার্থীদের দাখিলকৃত এক শতাংশ ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি, স্বাক্ষর না থাকাসহ নানা কারণে তাদের প্রার্থীতা বাতিল করা হয়।
জেলা রিটানিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন, এসব প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপীল করতে পারবেন।


































