সাতক্ষীরায় তারেককে নিয়ে কটূক্তির দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি
- সর্বশেষ আপডেট ১০:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 211
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি করা হলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজপথে যখন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নামবে, তখন পালানোর জায়গা পাবেন না।”
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন।
এই কর্মসূচি সারা দেশে ‘ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে’ পালন করে স্বেচ্ছাসেবক দল।
কামরুজ্জামান ভুট্টো আরও বলেন, “সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এসে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসুক, এটাই আমাদের দাবি। কিন্তু ভোটে বাধা সৃষ্টি, মব তৈরি, অস্থিতিশীল পরিবেশ — এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি বলেন, “আমাদের আন্দোলন শেষ হয়নি। প্রশাসনের দুর্বলতার সুযোগে দেশে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। তারা ‘হাসিনার প্রেতাত্মা’ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে।”
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, খালিদ হাসান সুমন, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, রাজিবুল ইসলাম রাজিব, মোহাসিন আলম, মোখলেছুর রহমান, বাচ্চু এবং জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা।


































