সাতক্ষীরায় জেল পালানো ১১ মামলার আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৯:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 211
সাতক্ষীরা জেলা কারাগার থেকে গত বছর ৫ আগস্ট পালানো ১১ মামলার আসামি মোঃ সাইফুল ইসলামকে (২৬) র্যাব-৬ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আব্দুল জলিলের ছেলে। র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে সদর থানায় হস্তান্তর করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১১টি মামলায় অভিযুক্ত ছিলেন। তিনি গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কারাগারের গেটের তালা ভেঙে পলায়ন করেন এবং অন্যান্য বন্দিদের পালাতে সহায়তা করেন। পালানোর পর তিনি দেশীয় অস্ত্রশস্ত্র, পেট্রোল বোমা ও দাহ্য পদার্থ ব্যবহার করে কারাগারের ভিতরে দাঙ্গা, ভাংচুর ও আগুন জ্বালিয়ে সরকারি সম্পদ ধ্বংস করেন।
সাতক্ষীরা র্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা আসামীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে এবং এটি র্যাবের কঠোর এবং ধারাবাহিক তৎপরতার ফল।


































