সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি
- সর্বশেষ আপডেট ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 237
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল।
গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম। এতে জেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে মো. শাহিন ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করলেও আজ পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চায়নি। ইতিহাসের দায় অস্বীকার করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। এই গণস্বাক্ষরের মাধ্যমে স্বাধীনতাবিরোধী সব শক্তির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানানো হচ্ছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন।


































