সাতক্ষীরায় চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত যুবদল নেতাসহ আটক ৪
- সর্বশেষ আপডেট ০৩:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 1169
সাতক্ষীরার পাটকেলঘাটায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ জুন) দুপুরে পাটকেলঘাটা থানার টিকারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন—খলিষখালি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীবর রহমান, টিকারামপুর গ্রামের এনামুল হক রানা, তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং একই গ্রামের হাবিবুল সরদারের ছেলে সোলায়মান।
সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, ‘জুলাই আন্দোলনের পর থেকে ওই এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করা হয়।’
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং নগদ ১২ হাজার টাকা। আটকের পর আসামিদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।


































