সাতক্ষীরায় আনসার সদস্যদের কর্মদক্ষতা বাড়াতে সাইকেল বিতরণ
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 127
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কার্যালয়ে ভাতাভোগী সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার সদস্যদের হাতে সাইকেল তুলে দিয়ে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও গ্রামীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের চলাচল ও দায়িত্ব পালনের সুবিধার্থে সাইকেল বিতরণ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান এবং আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. এফতেখারুল ইসলাম।
সাইকেল হাতে পেয়ে সদস্যরা জানান, এ উদ্যোগ তাঁদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও উৎসাহ যোগাবে।



































