ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাজেক থেকে ফেরার পথে লিয়নের প্রাণ গেল সড়কে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 72

সাজেক থেকে ফেরার পথে লিয়নের প্রাণ গেল সড়কে

সাজেক ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিয়ন মাহমুদ (৩০) নামে এক তরুণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিয়নের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শরীয়তপুর গ্রামে। তিনি মতিউর রহমানের ছেলে। কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রমণসঙ্গী তৌহিদুল ইসলাম জানান, শনিবার রাতে ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রওনা হয়ে রবিবার সকালে তারা সাজেকে পৌঁছান। তিন দিন থাকার পর বুধবার সকালে ঢাকায় ফেরার পথে মহাসড়কে লিয়নের বাইক পেছনে পড়ে যায়। কিছুদূর এগিয়ে বুঝতে পেরে তিনি ফিরে আসেন এবং দেখেন পথচারীরা ভিড় করেছে। কাছে গিয়ে দেখেন লিয়ন রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট শামীম হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, লিয়নের মুখে সম্ভবত টায়ারের চাপ লেগে ক্ষত সৃষ্টি হয়েছে। তার চাচা ও বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাবার উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাজেক থেকে ফেরার পথে লিয়নের প্রাণ গেল সড়কে

সর্বশেষ আপডেট ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সাজেক ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিয়ন মাহমুদ (৩০) নামে এক তরুণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিয়নের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শরীয়তপুর গ্রামে। তিনি মতিউর রহমানের ছেলে। কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রমণসঙ্গী তৌহিদুল ইসলাম জানান, শনিবার রাতে ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রওনা হয়ে রবিবার সকালে তারা সাজেকে পৌঁছান। তিন দিন থাকার পর বুধবার সকালে ঢাকায় ফেরার পথে মহাসড়কে লিয়নের বাইক পেছনে পড়ে যায়। কিছুদূর এগিয়ে বুঝতে পেরে তিনি ফিরে আসেন এবং দেখেন পথচারীরা ভিড় করেছে। কাছে গিয়ে দেখেন লিয়ন রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট শামীম হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, লিয়নের মুখে সম্ভবত টায়ারের চাপ লেগে ক্ষত সৃষ্টি হয়েছে। তার চাচা ও বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাবার উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।