ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব আল হাসানকে দুদকে তলব

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 80

ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাৎ মামলার তদন্তের অংশ হিসেবে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এই মামলায় মোট ১৫ জনকে তলব করা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাকিব আল হাসানকে দুদকে তলব

সর্বশেষ আপডেট ০৪:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

অর্থ আত্মসাৎ মামলার তদন্তের অংশ হিসেবে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এই মামলায় মোট ১৫ জনকে তলব করা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।