ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৯:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 202

সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন।

২ জুলাই (বুধবার) দুপুরে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারার অধীনে অপরাধ আমলে নিয়ে বিচারক তদন্তের দায়িত্ব পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন জানান, ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং তা ফেসবুকে প্রচার করে শাহজাহান চৌধুরীর মানহানি করা হয়েছে।

মামলায় অভিযুক্ত পাঁচজন হলেন— ডিজিটাল অগ্রযাত্রার প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ, ইমান হোসাইন, গণমাধ্যমটির প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন এবং ফাহিম হাসান সাদিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির একজন সদস্য।

অ্যাডভোকেট ছমি উদ্দিনের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি পত্রিকার ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রচার করে তারা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।”

এ সংবাদের ভিত্তি ছিল সুলতান আহামদ ও ইমান হোসাইন নামে দুজনের সাক্ষাৎকার, যাদের সঙ্গে বাদীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আইনজীবী।

বাদীপক্ষের মতে, এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যা রাজনৈতিকভাবে শাহজাহান চৌধুরী ও বিএনপিকে হেয় করতে করা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআইকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন শাহজাহান চৌধুরী

সর্বশেষ আপডেট ০৯:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন।

২ জুলাই (বুধবার) দুপুরে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারার অধীনে অপরাধ আমলে নিয়ে বিচারক তদন্তের দায়িত্ব পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন জানান, ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং তা ফেসবুকে প্রচার করে শাহজাহান চৌধুরীর মানহানি করা হয়েছে।

মামলায় অভিযুক্ত পাঁচজন হলেন— ডিজিটাল অগ্রযাত্রার প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ, ইমান হোসাইন, গণমাধ্যমটির প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন এবং ফাহিম হাসান সাদিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির একজন সদস্য।

অ্যাডভোকেট ছমি উদ্দিনের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি পত্রিকার ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রচার করে তারা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।”

এ সংবাদের ভিত্তি ছিল সুলতান আহামদ ও ইমান হোসাইন নামে দুজনের সাক্ষাৎকার, যাদের সঙ্গে বাদীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আইনজীবী।

বাদীপক্ষের মতে, এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যা রাজনৈতিকভাবে শাহজাহান চৌধুরী ও বিএনপিকে হেয় করতে করা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআইকে।