ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক সোহেলকে আনার কারণ জানাল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 57

ডিএমপি

ঢাকার অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য ডিবি-তে আনা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “সোহেলকে আটক করা হয়নি। তাকে শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য ডিবিতে আনা হয়েছিল। তার ফোন নম্বর একটি সংবেদনশীল স্থানে ব্যবহার হয়েছিল, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সোহেলকে ডিবিতে নেওয়া হয়। মধ্যরাতের এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সোহেলের মুক্তির দাবি করেন।

পরের দিন বুধবার সকাল সোয়া ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিক সোহেলকে আনার কারণ জানাল ডিএমপি

সর্বশেষ আপডেট ০৪:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ঢাকার অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য ডিবি-তে আনা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “সোহেলকে আটক করা হয়নি। তাকে শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য ডিবিতে আনা হয়েছিল। তার ফোন নম্বর একটি সংবেদনশীল স্থানে ব্যবহার হয়েছিল, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সোহেলকে ডিবিতে নেওয়া হয়। মধ্যরাতের এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সোহেলের মুক্তির দাবি করেন।

পরের দিন বুধবার সকাল সোয়া ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।