ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ছিনতাইকারীরা আটক

সাংবাদিকের অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 143

মোহাম্মদপুর থানা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ক্লোজড হওয়া এই সদস্যদের মধ্যে রয়েছেন একজন সাব-ইন্সপেক্টর (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং দুই কনস্টেবল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাইয়ের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে। সাংবাদিক আহমাদ ওয়াদুদ মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা তার ওপর চাপাতি দিয়ে আক্রমণ চালায় এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি জানালেও দায়িত্বরত পুলিশ সদস্যরা যথাযথ পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাদের ক্লোজড করা হয়। কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছিনতাইকারীরা আটক

সাংবাদিকের অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

সর্বশেষ আপডেট ০৪:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ক্লোজড হওয়া এই সদস্যদের মধ্যে রয়েছেন একজন সাব-ইন্সপেক্টর (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং দুই কনস্টেবল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাইয়ের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে। সাংবাদিক আহমাদ ওয়াদুদ মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা তার ওপর চাপাতি দিয়ে আক্রমণ চালায় এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি জানালেও দায়িত্বরত পুলিশ সদস্যরা যথাযথ পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাদের ক্লোজড করা হয়। কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।