ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ চলছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

উপদেষ্টা মাহফুজ আলম

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় বিশেষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে তথ্য মন্ত্রণালয়ে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই দাবি করে তিনি আরও বলেন, সরকারের প্রত্যাশা— সংবাদমাধ্যম নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ, গুজব প্রতিরোধে করণীয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনেসকো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিনও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ চলছে

সর্বশেষ আপডেট ০৮:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় বিশেষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে তথ্য মন্ত্রণালয়ে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই দাবি করে তিনি আরও বলেন, সরকারের প্রত্যাশা— সংবাদমাধ্যম নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ, গুজব প্রতিরোধে করণীয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনেসকো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিনও উপস্থিত ছিলেন।