২০২৬ ফুটবল বিশ্বকাপ
সহজ গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল
- সর্বশেষ আপডেট ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 106
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র সম্পন্ন হয়েছে। গতকাল প্রকাশিত ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হলো কোন দল কোন গ্রুপে খেলবে। ফিফা জানায়, গ্রুপ ঘোষণার পর শুক্রবার (৬ ডিসেম্বর) পুরো টুর্নামেন্টের ম্যাচসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
গ্রুপ ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত চারটি করে দল নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ ‘আই’-এ জায়গা পেয়েছে ফ্রান্স ও নরওয়ে। ফলে গ্রুপ পর্বেই দেখা যাবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং ব্রুট হালান্দের লড়াই। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এ দুই শক্তিশালী দল স্পেন ও উরুগুয়ে।
ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলেন আয়োজক তিন দেশের তিন প্রধান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানটিকে আনন্দময় করতেই তিনজনই তোলেন নিজ নিজ দেশের নাম। এ দিয়েই শুরু হয় ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানের মূল পর্ব। জমকালো অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্ডিনান্ড। তাকে সহযোগিতা করেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। এক নজরে দেখে নিন গ্রুপগুলো।
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ জয়ী ডি
গ্রুপ বি: কানাডা, ইউরোপিয়ান প্লে-অফ জয়ী এ, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ জয়ী সি
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, ইউরোপিয়ান প্লে-অফ জয়ী বি, তিউনিশিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ী ২, নরওয়ে
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ী ১, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
































