ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সহজে খুলছে না বাংলাদেশিদের দুবাই ভিসা

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 163

দুবাই

সংযুক্ত আরব আমিরাত প্রায় এক বছর ধরে বাংলাদেশিদের জন্য দুবাই ভ্রমণ ও কাজের ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই স্থগিতাদেশ এখনো কার্যকর আছে। কবে নাগাদ এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিক কারণে দেশটিতে যেতে আগ্রহী অনেক বাংলাদেশি অনিশ্চয়তা ও সমস্যার মুখে পড়েছেন।

কিছু গণমাধ্যমে খবর এসেছে যে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে, তবে আমিরাত সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে এমন কোনো নতুন নির্দেশনার নিশ্চয়তা দেয়নি।

কূটনৈতিক পর্যায়ে নানা তৎপরতা চালানো হলেও এখনো দুবাইয়ের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশিদের জন্য ভিসা না খোলার পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভুয়া নথি প্রদানের প্রবণতা। অনেকেই ভুয়া শিক্ষাগত সনদ ব্যবহার করে সাধারণ কাজের ভিসা নিয়ে দেশটিতে যান। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সঠিক আবেদনও প্রভাবিত হয়।

এ ছাড়া, রাজনৈতিক অস্থিরতার সময় প্রবাসীদের কিছু কার্যকলাপ এবং কর্মসংস্থানের বাজারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ভিসা বন্ধ রাখার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে এ বিষয়ে আমিরাত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তবে শিগগিরই ভিসা কার্যক্রম চালু হবে বলে আশা করা যাচ্ছে না। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ বছরের মধ্যে ভিসা পুনরায় চালুর সম্ভাবনা নেই। পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে ভিসা প্রদান শুরু হতে পারে, তবে সুনির্দিষ্ট সময়সীমা এখনো অনিশ্চিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সহজে খুলছে না বাংলাদেশিদের দুবাই ভিসা

সর্বশেষ আপডেট ১০:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাত প্রায় এক বছর ধরে বাংলাদেশিদের জন্য দুবাই ভ্রমণ ও কাজের ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই স্থগিতাদেশ এখনো কার্যকর আছে। কবে নাগাদ এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিক কারণে দেশটিতে যেতে আগ্রহী অনেক বাংলাদেশি অনিশ্চয়তা ও সমস্যার মুখে পড়েছেন।

কিছু গণমাধ্যমে খবর এসেছে যে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে, তবে আমিরাত সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে এমন কোনো নতুন নির্দেশনার নিশ্চয়তা দেয়নি।

কূটনৈতিক পর্যায়ে নানা তৎপরতা চালানো হলেও এখনো দুবাইয়ের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশিদের জন্য ভিসা না খোলার পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভুয়া নথি প্রদানের প্রবণতা। অনেকেই ভুয়া শিক্ষাগত সনদ ব্যবহার করে সাধারণ কাজের ভিসা নিয়ে দেশটিতে যান। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সঠিক আবেদনও প্রভাবিত হয়।

এ ছাড়া, রাজনৈতিক অস্থিরতার সময় প্রবাসীদের কিছু কার্যকলাপ এবং কর্মসংস্থানের বাজারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ভিসা বন্ধ রাখার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে এ বিষয়ে আমিরাত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তবে শিগগিরই ভিসা কার্যক্রম চালু হবে বলে আশা করা যাচ্ছে না। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ বছরের মধ্যে ভিসা পুনরায় চালুর সম্ভাবনা নেই। পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে ভিসা প্রদান শুরু হতে পারে, তবে সুনির্দিষ্ট সময়সীমা এখনো অনিশ্চিত।