শিরোনাম
জাপা মহাসচিব
সরকার দুটি দলকে সুবিধা দিতে প্রশাসন সাজিয়েছে
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৭:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 52
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং বর্তমান সরকার নিরপেক্ষ নয়। তিনি অভিযোগ করেন, সরকার এক বা দুটি দলকে কাঠামোগত সুবিধা দেওয়ার জন্য প্রশাসন সাজিয়েছে।
সম্প্রতি কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শামীম হায়দার বলেন, “আমরা প্রত্যেক উপজেলা ইউএনও অফিসে দেখছি, একপাশে জামায়াত বসে, অন্যপাশে বিএনপি। প্রশাসনের ওপর এই দুটি দলের নিয়ন্ত্রণ লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানাচ্ছে, কিন্তু বাংলাদেশের সব দলই কোনো না কোনো বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছে। তাই সব দলকে বাদ দেওয়া ঠিক হবে না; দেশের জন্য প্রয়োজন কি, সেটিই প্রধান ক্রাইটেরিয়া।
































