ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 28

তিস্তা ব্যারেজ। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন, জলবায়ু, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা কার্যকর করার বিষয়ে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। প্রকল্পের যাচাই–বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় জানুয়ারির মধ্যে কাজ শুরু সম্ভব নয়, তবে এতে হতাশ হওয়ার কারণ নেই।

সোমবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ চীনে পাঠানো প্রকল্পটি গভীরভাবে যাচাই করা হচ্ছে। স্থানীয় গণশুনানি এবং জাতীয় বিশেষজ্ঞদের মতামত অন্তর্ভুক্ত করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত হুয়ান্সি ইয়াও ওয়েন, জেলা প্রশাসক মো. এনামুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু পানি ও অবকাঠামোর জন্য নয়, রাজনৈতিকভাবে ও গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের নির্বাচিত সরকার যাতে প্রস্তুতির জন্য অপেক্ষা করতে না হয়, সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ

সর্বশেষ আপডেট ০৪:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

পরিবেশ, বন, জলবায়ু, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা কার্যকর করার বিষয়ে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। প্রকল্পের যাচাই–বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় জানুয়ারির মধ্যে কাজ শুরু সম্ভব নয়, তবে এতে হতাশ হওয়ার কারণ নেই।

সোমবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ চীনে পাঠানো প্রকল্পটি গভীরভাবে যাচাই করা হচ্ছে। স্থানীয় গণশুনানি এবং জাতীয় বিশেষজ্ঞদের মতামত অন্তর্ভুক্ত করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত হুয়ান্সি ইয়াও ওয়েন, জেলা প্রশাসক মো. এনামুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু পানি ও অবকাঠামোর জন্য নয়, রাজনৈতিকভাবে ও গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের নির্বাচিত সরকার যাতে প্রস্তুতির জন্য অপেক্ষা করতে না হয়, সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।