সরকার উৎখাতের ষড়যন্ত্র: শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে
- সর্বশেষ আপডেট ০২:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 55
অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না রিমান্ডের আদেশ দেন।
গত রোববার রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই মামলায় এর আগে গত ১৩ সেপ্টেম্বর মিন্টো রোড এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের পরদিন তদন্ত কর্মকর্তা, ডিবির রমনা জোনের পরিদর্শক আখতার মোর্শেদ, শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ড চান। তবে মামলার নথি জমা না হওয়ায় সেদিন শুনানি হয়নি। আদালত তাকে কারাগারে পাঠিয়ে ১১ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, শওকত মাহমুদ ও অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এনায়েত করিমের সঙ্গে মিলে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে গোপন বৈঠক করেছেন। এছাড়া তারা বিভিন্ন রাজনৈতিক পক্ষ, ব্যবসায়িক গোষ্ঠী ও কিছু বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করেছেন।
ডিবির দাবি, কারা কারা এসব যোগাযোগে যুক্ত ছিলেন এবং কী ধরনের আলোচনায় অংশ নেওয়া হয়েছে—তা যাচাইয়ের জন্য শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
































