সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন
- সর্বশেষ আপডেট ০৬:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 81
দুর্বল অবস্থায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই। এটি দেশের সবচেয়ে বড় ও সরকারি শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করবে।
রোববার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।
এর আগে, ৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এক বিশেষ অনলাইন সভায় ব্যাংকগুলোকে একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। আর ৫ নভেম্বর এই পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের পর ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদের হার, বেতন স্কেলসহ বিভিন্ন স্কিম নির্ধারণের ঘোষণা দেওয়া হবে।
একীভূত ব্যাংকে সাধারণ আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ পাবেন। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।
নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ সাত সদস্যের, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন সরকারি বিভিন্ন বিভাগীয় সচিব ও যুগ্ম সচিবরা। এছাড়া ব্যাংকে পেশাদার ব্যাংকার, হিসাববিদ ও আইনজীবী সমানসংখ্যক স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পাবেন। এমডি এবং শীর্ষ কর্মকর্তাদের নিয়োগও সার্চ কমিটির মাধ্যমে করা হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের ভাষ্য, “দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া অর্থনীতির জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে।”
































