সবজির সঙ্গে ডিমের দামও চড়া, স্বস্তি শুধু কাঁচামরিচে
- সর্বশেষ আপডেট ১০:২৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 126
নিত্যপণ্যের দাম বাড়ায় ভোক্তাদের ভোগান্তি বেড়েছে। সবজি, মাছ, মাংস ও ডিম—সব কিছুর দামই এখন ঊর্ধ্বমুখী। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে উঠেছে। এর সঙ্গে বেড়েছে ডিমের দামও। তবে কাঁচামরিচের দরে কিছুটা স্বস্তি এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়া, সূত্রাপুর, শ্যামবাজার ও নিউমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেশি। ফার্মের মুরগির ডিমের দাম হালিতে ৫ টাকা বেড়ে প্রতি ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৩৫ টাকার মধ্যে।
সবজির বাজারে দেখা যায়, পটোল প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা, যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেশি। কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা এবং ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধুন্দল পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, বরবটি ১০০ থেকে ১২০, লম্বা বেগুন ৮০ থেকে ১০০ ও গোল বেগুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, টমেটো ও শসার দাম সামান্য কমেছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১৩০ টাকায় এবং শসা ৫০ থেকে ৬০ টাকায়। তুলনামূলকভাবে কম দামের সবজির মধ্যে রয়েছে কাঁচা পেঁপে ও আলু, যেগুলো বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।
সূত্রাপুর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা শাহিন মিয়া বলেন, “শীতকাল আসতে যাচ্ছে, কিন্তু তবুও সবজির দাম কিছুতেই কমছে না। মাছ-মাংসের দামও অনেক বেশি। সংসার চালাতে কষ্ট হচ্ছে।”
কাঁচামরিচের দামে স্বস্তি:
দুই সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল ২৮০ থেকে ৩০০ টাকা কেজি, যা এখন নেমে এসেছে ১২০ থেকে ১৬০ টাকায়। শ্যামবাজারের ব্যবসায়ী শহিদ উদ্দিন জানান, “বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গিয়েছিল, তাই দাম বেড়েছিল। এখন বৃষ্টি কমায় কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, কিন্তু অন্য সবজির দাম এখনো বেশি।”
মাছ, মাংস ও মুরগির দামে পরিবর্তন নেই:
বাজারে মাছ ও মাংসের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়, সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকায় এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০, খাসির মাংস ১,১০০ থেকে ১,২০০ এবং বকরির মাংস ৯০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দাম অপরিবর্তিত। রুই বিক্রি হচ্ছে আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকায়, কাতলা ৩৮০ থেকে ৪৫০, আইড় ৭০০ থেকে ৮০০, চাষের পাঙাশ ২০০ থেকে ২৪০, আর চিংড়ি ৪০০ থেকে ১,০০০ টাকায়। দেশি শিং মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭৫০ টাকায় এবং দেশি কই ৮৫০ থেকে ১,০০০ টাকায়।
সব মিলিয়ে রাজধানীর বাজারে এখনো সবজির দামই মূলত ভোক্তাদের সবচেয়ে বেশি চাপে ফেলছে, আর তার সঙ্গে যোগ হয়েছে ডিমের বাড়তি মূল্য।
































