শিরোনাম
সপ্তম দিনে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 52
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে নির্বাচন কমিশন ১৮টি আবেদন মঞ্জুর করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মোট ৪৩টি আপিলের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল গ্রহণ করা হয়, ১৭টি আপিল খারিজ করা হয়। মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিলও না-মঞ্জুর করা হয়। এদিন ৪টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
নির্বাচন কমিশন জানায়, শনিবার (১৭ জানুয়ারি) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
































