সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূকম্পন
- সর্বশেষ আপডেট ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 339
ঢাকায় শনিবার সন্ধ্যায় পরপর দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দুটি কম্পনের উৎস ছিল রাজধানীর বাড্ডা এলাকা।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটি হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭। মাত্র এক সেকেন্ড পরে, অর্থাৎ ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে, আরও একবার কম্পন অনুভূত হয়। দ্বিতীয়টির মাত্রা ছিল ৪.৩। দুটোরই উৎপত্তিস্থল একই—ঢাকার বাড্ডা।
দিনের শুরুতেও ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীতে। পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হওয়া ওই কম্পনের মাত্রা ছিল ৩.৩।
এদিকে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের জেলাগুলো। সারা দেশে অনুভূত ওই কম্পনে শিশুসহ ১০ জন প্রাণ হারান, আহত হন ছয় শতাধিক মানুষ। নরসিংদীতে সবচেয়ে বেশি ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন মারা যান। আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন, কিছু ভবনে ফাটলও দেখা দেয়।





































