সন্ত্রাসবাদে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রস্তুতি
- সর্বশেষ আপডেট ০৯:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 162
মালয়েশিয়ায় উগ্রবাদী তৎপরতা ও সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির মধ্যে অধিকাংশকে দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি জানান, আটককৃতদের বিষয়ে মালয়েশিয়ায় তদন্ত চলছে এবং বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিস্তারিত তথ্য চেয়েছে।
উপদেষ্টা বলেন, “যাদের ফেরত পাঠানো হবে, দেশে ফিরলে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তদন্ত হবে।”
মালয়েশিয়ার জোহর ও সেলাঙ্গরসহ বিভিন্ন এলাকায় গত ২৪ জুন থেকে চলা নিরাপত্তা অভিযানে এসব বাংলাদেশিকে আটক করা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইলের বরাত দিয়ে জানা গেছে, ৩৬ জনের মধ্যে পাঁচজন মালয়েশিয়ার আইনে সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত হয়েছেন এবং শাহ আলম ও জোহর বাহরুর সেশন কোর্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্যদের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের কেউ কেউ ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করছিলেন বলে অভিযোগ উঠেছে।
মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




































