ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে শিক্ষকের বিরুদ্ধে ছাদবাগান গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবদেক, সাভার
  • সর্বশেষ আপডেট ০১:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 201

গুঁড়িয়ে দেয়া ছাদবাগান। ছবি: প্রতিনিধি

সাভারে এক নারী নিজ হাতে গড়ে তোলা ছাদবাগান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আলী আহমেদ হাওলাদারের বিরুদ্ধে। অভিযোগ করে বলা হয়েছে, তিনি নিজের ফ্ল্যাটের দেয়াল ক্ষতিগ্রস্থ হতে পারে এমন আশঙ্কা দেখিয়ে সন্ধ্যায় ছাদে উঠে একে একে সব গাছ ও টব ভেঙে ফেলেন। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায়, সাভারের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ‘এভিনিউ গার্ডেন’ নামের ভবনে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী শামীমা আলম জানান, তার স্বামী ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম তুহিনের সঙ্গে তিনি ওই ভবনের সপ্তম তলায় বসবাস করেন। সন্তান না থাকায় দীর্ঘদিন ধরে ছাদে গড়ে তুলেছিলেন একটি ছাদবাগান, যেখানে দুই শতাধিক ফল-ফুলের গাছ ছিল টবভর্তি।

সন্তান না থাকায় গাছে মমতা, শিক্ষকের বিরুদ্ধে ছাদবাগান গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

তিনি আরো বলেন, ‌‌‘প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদার বলেন তার ফ্ল্যাটের দেয়াল নষ্ট হচ্ছে। সেই অজুহাতে তিনি ছাদে উঠে আমার সব গাছ ও টব নিজের হাতে ভেঙে ফেলেন। আমি ছাদে গিয়ে দেখি একটিও গাছ বেঁচে নেই। আমি চোখের সামনে আমার সন্তানসম ছাদবাগানটিকে ধ্বংস হতে দেখেছি। আমি এর কঠোর বিচার চাই।’

ঘটনার পর ভবনের অন্যান্য বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি শুধু একজন নারীর পরিশ্রম ও ভালোবাসার অপমান নয়, বরং গাছের প্রতি নির্মমতা ও পরিবেশ সচেতনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।’

সন্তান না থাকায় গাছে মমতা, শিক্ষকের বিরুদ্ধে ছাদবাগান গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

এ বিষয়ে ভবনের ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।’

অভিযুক্ত আলী আহমেদ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে শিক্ষকের বিরুদ্ধে ছাদবাগান গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

সর্বশেষ আপডেট ০১:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সাভারে এক নারী নিজ হাতে গড়ে তোলা ছাদবাগান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আলী আহমেদ হাওলাদারের বিরুদ্ধে। অভিযোগ করে বলা হয়েছে, তিনি নিজের ফ্ল্যাটের দেয়াল ক্ষতিগ্রস্থ হতে পারে এমন আশঙ্কা দেখিয়ে সন্ধ্যায় ছাদে উঠে একে একে সব গাছ ও টব ভেঙে ফেলেন। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায়, সাভারের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ‘এভিনিউ গার্ডেন’ নামের ভবনে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী শামীমা আলম জানান, তার স্বামী ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম তুহিনের সঙ্গে তিনি ওই ভবনের সপ্তম তলায় বসবাস করেন। সন্তান না থাকায় দীর্ঘদিন ধরে ছাদে গড়ে তুলেছিলেন একটি ছাদবাগান, যেখানে দুই শতাধিক ফল-ফুলের গাছ ছিল টবভর্তি।

সন্তান না থাকায় গাছে মমতা, শিক্ষকের বিরুদ্ধে ছাদবাগান গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

তিনি আরো বলেন, ‌‌‘প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদার বলেন তার ফ্ল্যাটের দেয়াল নষ্ট হচ্ছে। সেই অজুহাতে তিনি ছাদে উঠে আমার সব গাছ ও টব নিজের হাতে ভেঙে ফেলেন। আমি ছাদে গিয়ে দেখি একটিও গাছ বেঁচে নেই। আমি চোখের সামনে আমার সন্তানসম ছাদবাগানটিকে ধ্বংস হতে দেখেছি। আমি এর কঠোর বিচার চাই।’

ঘটনার পর ভবনের অন্যান্য বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি শুধু একজন নারীর পরিশ্রম ও ভালোবাসার অপমান নয়, বরং গাছের প্রতি নির্মমতা ও পরিবেশ সচেতনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।’

সন্তান না থাকায় গাছে মমতা, শিক্ষকের বিরুদ্ধে ছাদবাগান গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

এ বিষয়ে ভবনের ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।’

অভিযুক্ত আলী আহমেদ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।