সচিবালয় থেকে পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে
- সর্বশেষ আপডেট ০৯:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 136
সচিবালয়ে নন-ক্যাডার কর্মকর্তা–কর্মচারীদের ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের একটি প্রিজনভ্যানে করে সচিবালয় চত্বর থেকে সরিয়ে নেওয়া হয়।
হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, একই মন্ত্রণালয়ের কর্মচারী নিজাম উদ্দিন এবং আরেকজন যিনি তাৎক্ষণিকভাবে শনাক্ত নন।
বুধবার একই দাবিতে আন্দোলনকারীরা প্রায় ছয় ঘণ্টা ধরে অর্থ উপদেষ্টাকে তাঁর সচিবালয়ের দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। কঠোর নিরাপত্তায় তিনি রাতে বের হতে পারেন। তখন আন্দোলনকারীদের জানানো হয় যে আগামী সোমবার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা হবে।
কর্মচারীরা সেই আশ্বাস গ্রহণ করেননি। আজ (বৃহস্পতিবার) আবারও জানানো হয় যে বিকেল ৩টার মধ্যে দাবি পূরণে সরকারি আদেশ (জিও) দেওয়া হবে। এই প্রত্যাশা থেকেই আজও বিক্ষোভ জারি রাখেন নন-ক্যাডার কর্মচারীরা।
বিকালের দিকে আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর সচিবালয়ে নিরাপত্তা বাড়ানো হয়। প্রবেশপথে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পায় এবং ভবনের বিভিন্ন অংশে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।































