ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 100

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নুরুল হক নূর

ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি উল্লেখ করেন, জি.এম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এই সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপক্ষের মধ্যে ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে জানানো হবে।”

জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। অন্যদিকে গণ-অধিকার পরিষদের পক্ষ দাবি করে, মিছিল চলাকালে জাপার লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে। হতাহত হওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরুর

সর্বশেষ আপডেট ০৯:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি উল্লেখ করেন, জি.এম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এই সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপক্ষের মধ্যে ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে জানানো হবে।”

জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। অন্যদিকে গণ-অধিকার পরিষদের পক্ষ দাবি করে, মিছিল চলাকালে জাপার লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে। হতাহত হওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়।