ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 207

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে তা আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেবে। এমন নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”

শনিবার (২১ জুন) যশোর শিল্পকলা একাডেমিতে সকাল ১১টায় অনুষ্ঠিত জামায়াতের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরওয়ার আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে ব্যর্থ হয়েছি আমরা। মীমাংসিত ইস্যু সামনে এনে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে। আসন্ন নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।”

জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে রুকনরা শিবিরে অংশ নেন।

পরওয়ার তাঁর বক্তব্যে নির্বাচনকেন্দ্রিক জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান এবং জনগণকে সচেতন থেকে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : গোলাম পরওয়ার

সর্বশেষ আপডেট ০৪:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে তা আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেবে। এমন নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”

শনিবার (২১ জুন) যশোর শিল্পকলা একাডেমিতে সকাল ১১টায় অনুষ্ঠিত জামায়াতের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরওয়ার আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে ব্যর্থ হয়েছি আমরা। মীমাংসিত ইস্যু সামনে এনে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে। আসন্ন নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।”

জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে রুকনরা শিবিরে অংশ নেন।

পরওয়ার তাঁর বক্তব্যে নির্বাচনকেন্দ্রিক জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান এবং জনগণকে সচেতন থেকে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।