সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়ায় ইইউ’র পূর্ণ সমর্থন
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 7
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন গণভোট-নির্বাচনী প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৭ জানুয়ারী ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে তিনি সরকারের উদ্যোগগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতির কথা জানান।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ইইউ গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে একটি প্রাথমিক দল ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে এবং ভবিষ্যতে আরও বড় পর্যবেক্ষক দল পাঠানো হবে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
জবাবে অধ্যাপক আলী রীয়াজ গণভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইইউ’র সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং আসন্ন গণভোটের বিভিন্ন প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশের চলমান রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

































