সোমবার বৈঠক
সংস্কারের নামে কলা ঝুলিয়ে যমুনায় আমন্ত্রণ বিএনপির
- সর্বশেষ আপডেট ০৯:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 476
আগামী সোমবার (২ জুন) বিএনপিকে আলোচনায় অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এ আমন্ত্রণকে সরকারপক্ষের ‘নাটকীয়তা’ বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতারা।
শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হলেও কার্যত কোনো অগ্রগতি নেই। সবই আনুষ্ঠানিকতা মাত্র।”
তিনি বলেন, “সংস্কারের নামে কলা ঝুলিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অথচ দেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন চায়। এর বাইরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।”
সরকার বিরোধী গোষ্ঠীকে ‘দেশদ্রোহী’ ও ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত করার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন বলেন, “১৭ বছরের ত্যাগ-তিতিক্ষার প্রতিদান হিসেবে এক শ্রেণির মানুষ এখন আমাদের উদ্দেশ্যে অপবাদ ছুঁড়ে দিচ্ছে। এটা শুধু অনভিপ্রেত নয়, গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”
তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিবাদের কূটচালেই জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।”
ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে সরকার যদি কোনো যুক্তি দিয়ে থাকে, তবে তা জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান এই বিএনপি নেতা।
































