সংসার ভাঙার পথে সানাই, যৌতুক মামলা আদালতে
- সর্বশেষ আপডেট ০৯:২১:০২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 165
আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব তার স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন।
বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়।
সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, ২২ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার মক্কেল। অভিযোগে বলা হয়, টাকা না দেওয়ায় স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৭ মে সানাই মাহবুব ও আবূ সালেহ মূসার বিয়ে হয়। বিয়ের সময় সানাইয়ের পরিবার আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেয়, যা এখনও আসামির বাসায় রয়েছে।
পরবর্তীতে আবূ সালেহ মূসা ব্যবসার কথা বলে স্ত্রীকে তার নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে আরও ৭ লাখসহ মোট ১৯ লাখ টাকা এনে দিতে বলেন। টাকা দেওয়ার পর তা অপচয় করা হয়।

এছাড়া ব্যক্তিগত ঋণের জন্য স্ত্রীকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করতে চাপ দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন, যা না দেওয়ায় সানাই মাহবুবকে নির্যাতন করে বাসা থেকে বের করে দেওয়া হয়।
২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় এবং বলা হয়, ওই টাকা না দিলে আর সংসার করবেন না। এমনকি অন্যত্র বিয়ে করার হুমকিও দেন আসামি।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। চলতি বছরের ১২ মে আবারও সানাই মাহবুবের বাসায় গিয়ে আবূ সালেহ মূসা একই দাবিতে ক্ষিপ্ত হন এবং চলে যান।
পরবর্তীতে সানাই মাহবুব ৭ ও ২২ জুলাই স্বামীর কাছে লিগ্যাল নোটিশ পাঠান। জবাবে আবূ সালেহ মূসা ১৭ জুলাই একটি অসন্তোষজনক ও মানহানিকর উত্তর দেন।
শেষবার ৩১ জুলাই তিনি বাসায় এসে স্পষ্টভাবে জানান, দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবেন না এবং লিগ্যাল নোটিশও আর গ্রহণ করবেন না।
মামলায় আরও উল্লেখ করা হয়, সানাই মাহবুব একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সংসার রক্ষা করতে চেয়েছেন, কিন্তু যৌতুকের চাপ ও হুমকির কারণে তা সম্ভব হয়নি।































